18 C
Kolkata
December 24, 2024
দেশ

মধ্যপ্রদেশে ৩০ হাজারি ইঞ্জিনিয়ারের ৭ কোটির সম্পত্তি

ভোপাল: তদন্তে এসে তাজ্জব বনে গেল মধ্যপ্রদেশ লোকায়ুক্ত। এক সহকারী ইঞ্জিনিয়ারের বেতন মাত্র ৩০ হাজার। কিন্তু তাঁর সম্পত্তি ও বিলাস বৈভব আকাশ ছোঁয়া। প্রায় সাত কোটি টাকার মালিক তিনি। তাঁর বাড়িতে মিলেছে ৩০ লক্ষ টাকা দামের টিভি, মধ্যপ্রদেশের বিলখিরিয়া এলাকায় ২০ হাজার বর্গফুটের একটি জমি, ১০০টি পোষ্য কুকুর, মোবাইল জ্যামার, ওয়ারলেস কমিউনিকেশন, রয়েছে কোটি টাকা দামের একটি বাংলো, দামি গাড়ি, ভোপাল, রাইসেন ও বিদিশার একাধিক গ্রামে কৃষিজমি, এছাড়া মিলেছে কৃষি যন্ত্রাংশ। অর্থাৎ তিনি কৃষি কাজও করতেন বলে জানা গিয়েছে। এসব দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে মধ্যপ্রদেশ লোকায়ুক্ত টিম।

ওই সহকারী ইঞ্জিনিয়ার-এর নাম হিম মীনা। তিনি পুলিস হাউজিং কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখন কন্ট্রাকচুয়াল ইন চার্জ হিসেবে কাজ করছেন। তাঁর বিরুদ্ধে হিসাব বহিৰ্ভূত সম্পত্তির অভিযোগে গত বৃহস্পতিবার বাড়িতে হানা দেয় মধ্যপ্রদেশ লোকায়ুক্ত টিম। গোটা ঘটনার সঙ্গে বড় বড় মাথা যুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। আধিকারিকদের দাবি, যতদূর মনে হচ্ছে এটা সামান্য মাত্র।

উদ্ধার হওয়া সম্পত্তির নথি বাজেয়াপ্তের পাশাপাশি তল্লাশি জারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের ধারণা, সঠিকভাবে তল্লাশি চালালে আরও বহু কোটির সম্পত্তির হদিশ মিলবে। প্রসঙ্গত এদিন একযোগে তিনটি জায়গায় অভিযান চালানো হয়েছে। তার মধ্যে অন্যতম মীনার বিলখিরিয়ার বাড়ি। তাঁর চাকরির টাকার ২৩২ গুণ সম্পত্তির হদিশ মিলেছে বলে তদন্তকারীদের পক্ষে দাবি করা হয়েছে।

Related posts

Leave a Comment