31 C
Kolkata
April 16, 2025
দেশ

মধ্যপ্রদেশে ১৩৬ বছরের পুরনো রৌপ্য মুদ্রা উদ্ধার

ভূপাল: একটি বাড়িতে খননকার্য চালানোর সময় ২৪০টি ব্রিটিশ আমলের রৌপ্যমুদ্রা উদ্ধার। ১৮৮৭ সালের এই দুষ্প্রাপ্য মুদ্রাগুলি উদ্ধার হয়েছে মধ্যপ্রদেশের দামোয়। জানা গিয়েছে, মীনাক্ষি উপাধ্যায় নামে এক ব্যক্তির বাড়িতে খননকার্য চালাচ্ছিলেন আহিরওয়ার নামে এক দিনমজুর। তাঁর বাড়ি এই রাজ্যের বাদলপুরায়।

এই ঘটনার পর মুদ্রাগুলি তিনি বাড়িতে নিয়ে যান। কিন্তু সেগুলি কী করবেন, তা নিয়ে চিন্তায় পড়ে যান। সারারাত ঘুমোতে পারেননি। অবশেষে পরেরদিন ওই মুদ্রাগুলি পুলিশের হাতে তুলে দিয়ে তিনি নিশ্চিন্ত হন। এই মুদ্রা উদ্ধার হওয়ার পর প্রত্নতত্ত্ব বিভাগ ওই বাড়িতে খননকার্য শুরু করেছে।

এদিকে বাড়ির মালিক মীনাক্ষী উপাধ্যায়ের অভিযোগ, কয়েনগুলি বাড়িতে নিয়ে যাওয়ার আগে কাউকে জানায়নি ওই দিনমজুর।

Related posts

Leave a Comment