নিজস্ব প্রতিনিধি— স্কুলের বান্ধবীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে গড়ফা থানার পুলিশ।
সূত্রের খবর, এক সময় শহরের এক নামী স্কুলের সহপাঠী ছিল দুজনে। তবে স্কুল পাশের পর যথারীতি দীর্ঘদিন ধরে কোন সম্পর্ক ছিল না বলেই জানা গিয়েছে। তবে গত ডিসেম্বরের শেষ দিকে সামাজিক মাধ্যমে আবারও আলাপ হয় দুজনের। তারপরেই স্থির হয় দেখা করার বিষয়। সেই মতো গত ২১ ডিসেম্বর গড়ফায় এক বন্ধুর ফ্ল্যাটে দেখা করে দুজনে। অভিযোগ, বন্ধুর ফ্ল্যাট ফাঁকা থাকার সুযোগে বেসকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া ওই তরুণীকে মাদক খাইয়ে বেহুঁশ করে যুবক। তারপর ধর্ষণ করা হয় তাকে।
ঘটনার পর স্বাভাবিকভাবেই মানসিকভাবে ভেঙে পড়ে তরুণী। তবে মঙ্গলবার রাতে তরুণীর পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় যুবকের বিরুদ্ধে। যার তদন্তে নেমে বাগুইআটির বাসিন্দা সৃঞ্জয় দাশগুপ্ত নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে তদন্তে নেমে ইতিমধ্যেই তরুণীর স্বাস্থ পরীক্ষাও করানো হয়েছে বলে খবর সূত্রের।