সংবাদ কলকাতা, ৮ অক্টোবর: আজ, রবিবার সাত সকালেই ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর শোরগোল শুরু হয়েছে। এরই মধ্যে এবার কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতেও গেল সিবিআই। তাঁর ভবানীপুরের বাড়িতে চলছে অভিযান। সিবিআই সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতির তদন্তেই চলছে এই অভিযান। এদিন সকালেই আচমকা মদন মিত্রের বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। তারপরই শুরু হয় সিবিআইয়ের তল্লাশি। মদন মিত্রের বাড়ির গেট পুরোপুরি বন্ধ করে রাখা হয়। বাইরের কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে খবর। বাজেয়াপ্ত করা হয়েছে বিধায়কের মোবাইল ফোন।
কয়েকদিন আগেই কামারহাটি পৌরসভায় গিয়েছিল ইডি। এর আগে গত বৃহস্পতিবার রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দীর্ঘসময় ধরে চলে তল্লাশি। গোদের ওপর বিষফোঁড়ার মতো এবার সিবিআই হানা। রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
প্রসঙ্গত রবিবার সাত সকালে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআইয়ের আধিকারিকরা হানা দেয়। পুরনিয়োগ দুর্নীতি মামলায় খাদ্য মন্ত্রীর বাড়ির পর এবার কলকাতা পুরসভার মেয়রের বাড়িতে cbi এর হানা। মেয়রের গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাড়িতেই ছিলেন মন্ত্রী। বাইরে থেকে কাউকে ঘরের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। মেয়রের নিরাপত্তারক্ষীদের বাইরে আটকে দেওয়া হয়েছে। যাতে ভিতরে যেতে না পারে।
previous post