সংবাদ কলকাতা: নদীয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম খুনের ঘটনায় রবিবার দমদম এলাকা থেকে গ্রেপ্তার হল আরও দুই অভিযুক্ত। সূত্রের খবর, এই দুজন মতিরুলকে খুনের পর থেকেই ছদ্মবেশে আশ্রয় নিয়েছিল দমদম এলাকায়। কিন্তু শেষ রক্ষা হল না। রবিবার মুর্শিদাবাদের জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর নদীয়ার তৃণমূল নেতাকে টিয়াকাটা ফেরিঘাট এলাকায় বোমা ও গুলি ছুঁড়ে হত্যা করে। মতিরুলের স্ত্রী রিনা বিশ্বাস দশ জনের নামে অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে নয় জনকে।