শিলিগুড়ি: শিলিগুড়িতে একদল যুবক যুবতীর পথ আল্পনা মন কেড়েছে শহরবাসীর। জানা গিয়েছে, ওই চিত্রশিল্পীদের গ্রূপ একসময় একই স্কুলের পড়াশোনা করতেন। স্কুলটির নাম মার্গারেট (এস.এন) ইংলিশ স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এই গ্রুপটি মূলত বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করে থাকে। তার মধ্যে পথ আল্পনা হল অন্যতম। তাছাড়া সমাজসেবামূলক বিভিন্ন কাজও এই গ্রুপ করে থাকে। তবে পুজোর সময় এই গ্রুপের সক্রিয়তা সবচেয়ে বেশি দেখা যায়। রংতুলি হাতে নিয়ে ছুটোছুটি শুরু করে। গতকাল শিলিগুড়ির রাজপথে সন্ধ্যে থেকে দেখা যায় এই গ্রুপের সদস্যদের। মনোযোগ দিয়ে নবাঙ্কুর সংঘের পুজো মণ্ডপের বাইরে পথ আল্পনা তৈরির কাজ শুরু করে তাঁরা। চতুর্থীর সন্ধ্যেয় তাঁদের তৈরি পথ আল্পনা যেন পুজোর আমেজকে আরও জাগিয়ে তুলে।
previous post