32 C
Kolkata
April 9, 2025
দেশ

মণিপুরে ১২ জন জঙ্গিকে ছেড়ে দিয়ে ‘মানবিক বার্তা’ দিল সেনা

ইম্ফল: মণিপুরে জঙ্গি অভিযানে নেমে জনরোষের মুখে পড়ল সেনা। ‘মানবিক বার্তা’ দিতে ১২ জন উগ্রপন্থীকে গ্রামবাসীদের হাত তুলে দিল। ক্ষয়ক্ষতি বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেয় সেনা। মুক্ত ১২ জন উগ্রপন্থী নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী কাংলেই ইয়েওল কান্না লুপের (কেওয়াইকেএল) সদস্য। যারা ২০১৫ সালের ডোগরা রেজিমেন্টের উপর হামলা চালায় বলে অভিযোগ। এদিকে মণিপুরের এই হিংসা থামাতে তত্পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যার ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এই বিষয়টি নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেন। শনিবার বিশেষ এই বৈঠক হয় দিল্লিতে।

সূত্রের খবর, শনিবার পূর্ব ইম্ফল জেলার ইথাম গ্রামে অভিযান শুরু করে সেনা। জঙ্গিরা লুকিয়ে রয়েছে খবর পেয়ে এই অভিযান শুরু করে বাহিনী। সেই অভিযানে সাফল্য মেলে। ১২ জঙ্গিকে আটক করে সেনা। উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। বাজেয়াপ্ত করা হয় একটি অস্ত্রাগার। কিন্তু জঙ্গিদের আটকের পরেই জনরোষের মুখে পড়ে তারা। ফলে আটক উগ্রপন্থীদের নিয়ে গ্রাম থেকে বেরোতে পারেনি তারা। জঙ্গিদের স্থানীয় নেতৃত্ব সহ প্রায় দেড় হাজার গ্রামবাসী তাদের পথ আটকায়। যাদের মধ্যে ছিল অধিকাংশই মহিলা। সারাদিন এইভাবে মহিলাদের ঘেরাটোপে আটকে থাকে সেনা ও জঙ্গিরা।

Related posts

Leave a Comment