32 C
Kolkata
August 2, 2025
দেশ

মঞ্চে কন্নড় গান না করায় কর্ণাটকে আক্রান্ত কৈলাস খের

বেঙ্গালুরু: হাম্পি উৎসবে (Hampi Utsav ) গান গাইতে গিয়ে আক্রান্ত সঙ্গীতশিল্পী কৈলাস খের (Kailash Kher)। কন্নড় ভাষায় গান না করায় অনুষ্ঠান চলাকালীন আক্রান্ত হলেন ‘তেরি দিওয়ানি’ খ্যাত শিল্পী। কর্ণাটকের বিজয়নগর জেলার হাম্পিতে লাইভ কনসার্ট চলাকালীন ঘটেছে এই ঘটনা।
জানা গিয়েছে, এই স্থান ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভূক্ত। অনুষ্ঠানস্থলে দর্শক আসনে তখন ছিল থিকথিকে ভিড়। শিল্পী কৈলাস খেরের গানে মুগ্ধ হয়ে গিয়েছিল দর্শকরা। সেসময় দর্শকদের মধ্যে থেকে কেউ একটি বোতল ছুঁড়ে মারে। কিন্তু অল্পের জন্য রক্ষা পান শিল্পী।
সূত্রের খবর, দর্শকদের দাবি মতো অনুষ্ঠান মঞ্চে কন্নড় ভাষায় গান না গাওয়াতেই তাঁকে এইভাবে আক্রমণ করে প্রদীপ ও সুরেশ নামে দুই যুবক। তারা দর্শক আসনের সামনের সারিতে বসেছিল। অভিযুক্ত ওই দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কৈলাস খের ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন গায়ক অর্জুন জন্যা, বিজয়া প্রকাশ, রঘু দীক্ষিত, অনন্যা ভট্ট এবং আরমান মালিক ( Arjun Jannya, Vijaya Prakash, Raghu Dikshit, Ananya Bhatt and Arman Malik)।
এএনআই একটি টুইটে জানিয়েছে, “গতকাল বিজয়নগরের হাম্পি উৎসবের সমাপনী অনুষ্ঠানে গান গাওয়ার সময় গায়ক কৈলাস  খেরকে লক্ষ্য করে একটি বোতল ছুড়ে মারা হয়। এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।”

Related posts

Leave a Comment