সংবাদ কলকাতা: মঙ্গলবার থেকে কলকাতা সহ শহরতলিতে তাপমাত্রা অনেকটা কমবে বলে জানাল আবহাওয়া দপ্তর। বেশ কিছুদিন ধরে ভোরে ও রাতের দিকে ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে মহানগরীতে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২০ ডিগ্রির আশেপাশে।
মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও কমে যাবে। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না। আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা একই থাকবে বলে জানা গিয়েছে।
next post