সংকল্প দে, শিলিগুড়ি : কার্শিয়াং এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাহাড়ের মেয়ে দীক্ষা ছেত্রীর বিয়ে। সেজে উঠেছে পাহাড়। কার্শিয়াং এর কমিউনিটি হলে এই হাই প্রোফাইল বিয়ে এদিন অনুষ্ঠিত হয়েছে। হয়েছে সিঁদুর দান পর্ব। সেজে উঠেছে গোটা পাহাড়। মুখ্যমন্ত্রীকে আবারও চেনা ছন্দে দেখা গেল। এই দিন তিনি রিসোর্ট থেকে বেরিয়ে সোজা চলে যান মকাইবাড়ি চা বাগানে। সেখানে গিয়ে চা শ্রমিকদের সাথে গল্প করে রীতিমতো মিশে যান তিনি। এরপর তাঁকে দেখা যায় চা শ্রমিকদের বেশ পড়ে চা বাগান থেকে পাতা তুলতে। চা শ্রমিকরা মুখ্যমন্ত্রী কে কাছে পেয়ে যায় খুশি। এবারে পাহাড় সফরে মুখ্যমন্ত্রীর বেশ কিছু প্রশাসনিক কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের কবিতাও শোনান বলে জানা গেছে।
previous post