April 9, 2025
রাজ্য

ভোট ব্যাঙ্ক ধরে রাখতে মহিলাদের বাজেট আলাদা করছে রাজ্য

কলকাতা, ১ নভেম্বর: গত বিধানসভায় লক্ষ্মীর ভান্ডারের মতো হাতে গরম প্রকল্প-এর প্রতিশ্রুতি দিয়ে হাতে নাতে সুফল পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। কিন্তু, বছর ঘুরতেই একের পর দুর্নীতিতে জেরবার রাজ্য। নারী পুরুষ নির্বিশেষে অনেকেই মুখ ঘুরিয়ে নিয়েছে শাসকদলের পক্ষ থেকে। এবার দুঃসময়ে যখন রাজ্য সরকারের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে, তখন মহিলা ভোটারদের নজর কাড়তে মাঠে নামছে মমতার সরকার। মহিলা ভোট ব্যাংক অটুট রাখতে জেন্ডার বাজেটের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেজন্য মূল বাজেট থেকে মেয়েদের বাজেট আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোদ্দা কথা মহিলাদের প্রতি সরকার কতটা দায়বদ্ধ তা আলাদা করে বোঝানো হবে। তবে নারী কল্যাণে বরাদ্দ তেমন বাড়বে না বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, আগামী ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট প্রস্তাবে পৃথকভাবে নারী কল্যাণ খাতে বরাদ্দ করা হবে। মহিলাদের জন্য পৃথক বাজেট তৈরির পিছনে উদ্দেশ্য, মহিলাদের উন্নতিকল্পে কত খরচ হচ্ছে, তা সামনে আনতে চাই রাজ্য। সেজন্য এই উদ্যোগ। সেজন্য মহিলাদের বিভিন্ন প্রকল্পে মোট বরাদ্দ একটি ‘বাজেট হেড’-এ আনা হচ্ছে। প্রশাসনিক ভাষায় একে জেন্ডার বাজেটও বলা হয়ে থাকে।

মূলত নারীদের সঙ্গে পুরুষের বৈষম্য দূরীকরণ ও বঞ্চনা থেকে সুরক্ষিত করতে এই বাজেটের কথা বলা হলেও দুর্দিনে মহিলা ভোট ব্যাঙ্কে যাতে ধস না নামে সেই সুরক্ষার তাগিদেই এই বাজেট বলে রাজনৈতিক মহলের ধারণা। রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপির পক্ষ থেকে সেই দাবিই করা হচ্ছে। যদিও শাসক দলের পক্ষের অভিমত, এই ধরণের বাজেট কেন্দ্র সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে আগে থেকেই প্রচলিত আছে।

উল্লেখ্য, গত সপ্তাহ থেকে আগামী অর্থবর্ষের বাজেট প্রস্তুতি শুরু হয়েছে। কলকাতার প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (পিএজি) অফিসের আধিকারিকদের সঙ্গে প্রথা মাফিক বৈঠকও হয়েছে। সেই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে নারী কল্যাণের পৃথক বাজেট প্রসঙ্গে। পিএজি অফিসের কাছে জানতে চাওয়া হয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে মহিলাদের বিভিন্ন প্রকল্পে কত টাকা ব্যয় হয়েছে? সেই হিসেব মূল্যায়ন করা হবে। সেই সঙ্গে চলতি অর্থবর্ষের সমস্ত তথ্য একত্রিত করা হবে। সেই তথ্যের প্রেক্ষিতে আলাদা বাজেট তৈরি করা হবে।

তবে মূল বাজেট একই থাকবে। এবিষয়ে বাজেট ফরম্যাটের কোনও বদল করা হবে না। প্রতিটি দপ্তরের প্রস্তাবিত বাজেট বরাদ্দ আগের মতো একই থাকবে। পরিবর্তে মহিলাদের জন্য আলাদাভাবে একটি নতুন বাজেট ‘হেড’ গঠন করা হবে। যাতে নারী কল্যাণ প্রকল্পের ব্যয় বরাদ্দগুলি আলাদভাবে বোঝা যায়। এজন্য বাজেট পাশের সময় আলাদা একটি বুকলেট প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। সেই বুকলেট বা বুলেটিনে মহিলা উন্নয়নের সমস্ত তথ্য রাজ্য বাজেটে তুলে ধরা হতে পারে।

Related posts

Leave a Comment