সংবাদ কলকাতা, ১৮ জুলাই: সদ্য মিটেছে পঞ্চায়েত ভোট। যা নিয়ে উঠেছে ভুরি ভুরি অভিযোগ। এবার উঠে এল আর এক চাঞ্চল্যকর অভিযোগ। যে বুথে হয়েছিলো ভোট বয়কট সেই বুথেই পড়েছে ৯৫% ভোট। এমনই নজির বিহীন ঘটনাই বিস্মিত হয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তিনি আইজি-ডিজিকে এই ঘটনার তদন্তের নির্দেশ দেন। তিনি তাঁর এজলাসে প্রশ্ন তোলেন বিভিন্ন জেলায় যে ভাবে ছাপ মারা ব্যালট উদ্ধার হচ্ছে তার পরিপ্রেক্ষিতে কত শতাংশ ব্যালট গণনা কেন্দ্রে পৌঁছেছে? ভোট ছাপ্পা মারা থেকে শুরু করে মৃত মানুষের হয়ে ভোট দেওয়াটা কোন নতুন ঘটনা নয়। তবে বয়কট হওয়া বুথে ৯৫% ভোট পড়েছে যে ঘটনা সত্যিই বিস্মিত করেছে সবাইকে। ঘটনাটি ঘটেছে জ্যাংড়া হাতিয়ারা ২ নং পঞ্চায়েতে। এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট আগামী ৩ আগস্টের মধ্যে জমা দিতে হবে হাইকোর্টে। আইজি-ডিজিকে এমনই করা নির্দেশ দিয়েছেন বিচারপতি পাশাপাশি এই ঘটনায় রাজারহাট বিডিওর কাছেও রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। কিন্তু প্রশ্ন থেকেও গেল, ভোটের নোমিনেশনকে কেন্দ্র করে হওয়া সন্ত্রাসের জেরে ভোট বয়কট করে স্থানীয় ভোটাররা। কিন্তু অদ্ভুতভাবে সেই বুথেই পড়লো ৯৫% ভোট। এটা কি করে সম্ভব? এর ঘটনার পর রাজ্য সরকারের নগ্নতা যে আবারো হাইকোর্টে প্রকাশ পেলো তা বলার অপেক্ষা রাখে না।
previous post