বর্ষিয়ান নেতা ও প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লার সাথে দেখা করতে এলেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারী। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় নির্বাচনীয় প্রচারে আসেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারী। প্রচারের ফাঁকে দলীয় কর্মীদের নিয়ে রেজ্জাক মোল্লার বাড়িতে আসেন তিনি। এরপর শারীরিক খোঁজখবর নেন। এর পাশাপাশি রাজনীতির পরামর্শ নেন।
বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে একাধিক পরামর্শ দেন বর্ষিয়ান নেতা রেজ্জাক মোল্লা।