সংবাদ কলকাতা: ভোট পরবর্তী হিংসা সরজমিনে খতিয়ে দেখতে সোমবার হাওড়ার পাঁচলায় উপস্থিত হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি আক্রান্তদের অভিযোগ শোনেন। স্থানীয়দের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রায় ৩০ থেকে ৩২ টি বাড়িতে লুটপাট ও ভাঙচুর করেছে। স্থানীয় বিজেপি প্রার্থীর বাড়িতে ভাঙচুর করে তাকে এক কাপড়ে বাড়ি ছাড়তে বাধ্য করেছে দুষ্কৃতীরা। এমনকি মহিলাদের বিবস্ত্র করে মারধর করা হয়েছে । এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন ‘রাজ্যটা লুম্পেনদের হাতে চলে গিয়েছে। মমতার রাজত্বে কেউ সুরক্ষিত নয়। এই সন্ত্রাসের বিরোধিতা আমি করবো এবং কেন্দ্র সরকারের সাথে কথা বলে যে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া যায় তা করার চেষ্টা করবো।’ সেখানে তিনি প্রত্যেক আক্রান্তদের বাড়িতে যান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এদিকে ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের সাথে দেখা করতে বসিরহাট হাসপাতালে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে তিনি কথা বলছেন আক্রান্তদের সাথে। রাজ্যের যখন এমন দশা ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় শাসক বিরোধী মহাজোটের মিটিংয়ে যোগ দেওয়ার জন্য ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
next post