সংবাদ কলকাতা, ২৫ মে: আজ ৬ষ্ঠ দফা ভোটের দিনে পূর্ব মেদিনীপুরের তিন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পল ও হিরণ চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখিয়ে মানুষের সমর্থন আদায়ের কৌশল নিয়েছে তৃণমূল। যা পুরো ছেলেমানুষির পর্যায়ে গিয়েছে। এলাকার সাধারণ মানুষ বিষয়টি নিয়ে নিন্দা করতে শুরু করেছেন।
ঘাটালে হিরণকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী, সমর্থকরা। বাদ যাননি তমলুকের বিজেপি প্রার্থী ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। হলদিয়ায় বিক্ষোভের মুখে পড়েন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভবানিপুর শান্তিশ্রী বিবেকানন্দ বিদ্যামন্দিরের ২৩২ নং বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া পরিদর্শনে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে গো ব্যাক স্লোগান দেখায় তৃণমূলের দুষ্কৃতীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীদের হটাতে ব্যাপক লাঠিচার্জ করে।
এদিকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে ঘিরে তৃণমূলের দুষ্কৃতীরা বিক্ষোভ দেখান বলে অভিযোগ। সূত্রের খবর, মেদিনীপুর সদরের বনপুরার একটি বুথে বিজেপি-র এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ শুনে সেই বুথে যাচ্ছিলেন অগ্নিমিত্রা। কিন্তু তাঁকে রাস্তায় আটকে দেওয়া হয়। তোলা হয় গো ব্যাক স্লোগান।
ভোটের দিনে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে ঘিরে দিকে দিকে বিক্ষোভ আয়োজন করছে তৃণমূল কর্মী সমর্থকরা। ঘাসফুলের দলের নেতাদের ইন্ধনে খড়্গপুর গ্রামীণের পর এবার কেশিয়াড়িতেও বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী। তাঁকে শুনতে হল গো ব্যাক স্লোগান। আজ, শনিবার কেশিয়াড়ির চাকলা আংশিক নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে যান অগ্নিমিত্রা। তাঁর কাছে অভিযোগ ছিল, বিজেপির বুথ এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। সেই বিষয়েই খোঁজ করতে সেখানে যান অগ্নিমিত্রা। যদিও প্রিসাইডিং অফিসার তাঁকে জানান, বিজেপির বুথ এজেন্ট আধঘণ্টা পরে আসছি বলে বেরিয়েছেন। ওই বুথের ভিতরে ঢুকে অগ্নিমিত্রা দেখেন, ভিতরে বসে রয়েছেন কলকাতা পুলিসের এক কর্মী। তারপরেই রেগে যান বিজেপি প্রার্থী। কলকাতা পুলিসের ওই কর্মী বুথের ভিতরে কী করছেন? প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা। তারপরে ওই বুথের বাইরে যেতেই প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা। ওঠে গো ব্যাক স্লোগান।
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সাবড়াতে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুই রাজনৈতিক দলের ৬ জন কর্মী জখম হয়েছেন। জখমরা বর্তমানে খন্ডরুই গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ভাঙচুর করা হয়েছে দু’পক্ষের ক্যাম্প অফিস। ঘটনাস্থলে এখনও রয়েছে উত্তেজনা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।
previous post
