আজ, কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন। তিনি বলেন, ভোটের মুখে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেওয়া হয়েছে। এছাড়াও যুব কংগ্রেসের অ্যাকাউন্টটিও ফ্রিজ করা হয়েছে। আমাদের থেকে আয়কর দপ্তর ২১০ কোটি টাকা চেয়েছে। ভারত জোড়ো ন্যায় যাত্রাও এর ফলে ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। আমাদের চেকগুলি ইস্যু হচ্ছে না দেখে আমরা খোঁজ নিয়ে জানতে পারি অ্যাকাউন্ট ফ্রিজের বিষয়টি। নির্বাচনের মুখে বিরোধী দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া গণতন্ত্রকেই ফ্রিজ করে দেওয়ার সামিল। এই মুহূর্তে বিদ্যুৎ বিল ও কর্মীদের বেতন দেওয়ার মতো টাকা আমাদের কাছে নেই