November 2, 2025
দেশ

ভোটের প্রচারে জামিন পেলেও ফাইলে সই করতে পারবেন না, কেজরিওয়াল

নতুন দিল্লি:  দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের ব্যাপারে সুপ্রিম কোর্ট এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। তা সত্ত্বেও এর আগে তাঁর জামিনের শুনানিতে আদালত জানিয়েছে, কেজরিওয়াল ‘স্বভাবসুলভ অপরাধী নয়’। শীর্ষ আদালত জানিয়েছে, চলতি লোকসভা নির্বাচনে দলীয় প্রচারের জন্য কেজরিওয়ালের জামিন বিবেচনা করার শুনানিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

গত নির্বাচনে দিল্লির সাত লোকসভা কেন্দ্রেই বিজেপি জয়লাভ করে। এই সাত কেন্দ্রে আগামী ২৫ ভোটগ্রহণ করা হবে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, দেশের জাতীয় রাজধানীতে অরবিন্দ কেজরিওয়াল একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী। সেখানে এখন ভোটগ্রহণ করা হবে, এরকম এক বিশেষ পরিস্থিতিতে তিনি একজন স্বভাবসুলভ অপরাধী নন। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ এই মন্তব্য করেছে। আদালত জানিয়েছে,’ যদি সেখানে ভোট না হতো, তাহলে অন্তর্বর্তী জামিনের কোনও প্রসঙ্গই ছিল না। সেজন্য জনস্বার্থে বিষয়টি অগ্রাধিকার পায়।’

যদিও আদালত কেজরিওয়ালকে আগাম সতর্ক করে জানিয়েছে যে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ অনুযায়ী, মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় মূল ভূমিকায় ছিলেন। সেজন্য আদালত কেজরিওয়ালকে সতর্কবার্তা দিয়ে জানিয়েছে,’মনে করুন, আমরা আপনাকে ছেড়ে দিলাম এবং আপনি নির্বাচনে অংশগ্রহণ করলেন। এবং অফিসিয়াল দায়িত্বও পালন করলেন, তাহলে এটার একটা প্রভাব পড়বে। কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি তাঁর মক্কেল সম্পর্কে সাফাই দিয়ে বলেন,’এই আবগারি সংক্রান্ত মামলার বিষয় নিয়ে কোনও কাজ করবেন না।’

তখন আদালত আগাম জানতে চায়,’আমরা বিষয়টি নিয়ে নিশ্চিত হতে চায়, যদি আমরা জামিন দিই, আমরা চায় না, আপনি অফিসিয়াল কাজকর্ম করুন। তবে আমরা সরকারের কাজে হস্তক্ষেপ করতে চায় না।’ কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি তখন আদালতকে আশ্বস্ত করে বলেন, কেজরিওয়াল একটি লিখিত বিবৃতি দেবেন যে, তিনি কোনও ফাইলে সই করবেন না। যতক্ষণ না দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা “আমি কোনও ফাইলে স্বাক্ষর করিনি বলে কোনও কাজ বন্ধ নাও করতে পারেন”।

এর আগে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু কেন্দ্রীয় সংস্থা ইডির হয়ে জামিনের বিরোধিতা করে আদালতকে জানিয়েছিল যে, AAP নেতাকে মুক্তি দেওয়া একটি খারাপ নজির সৃষ্টি করবে। “আমরা কী উদাহরণ স্থাপন করছি? অন্যরা কি কম গুরুত্বপূর্ণ…? শুধুমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার কারণে কোনও বিচ্যুতি হতে পারে না। আমরা কি রাজনীতিবিদদের জন্য ব্যতিক্রম তৈরি করছি? নির্বাচনের প্রচার কি বেশি গুরুত্বপূর্ণ?” আদালতে বলেন ইডি-র আইনজীবী।

এতে আদালত স্বীকার করেছে যে, “অবশ্যই চায় না, যে রাজনীতিবিদরা অপরাধের সঙ্গে জড়িত, তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হোক।” তবে আদালত বৃহত্তর চিত্রটিও তুলে ধরে যে, কেজরিওয়ালকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে গ্রেপ্তার করা হয়েছে। এজন্য প্রথমেই আপ নেতার পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে যে, ভোট শুরুর ঠিক আগে কেজরিওয়ালকে গ্রেপ্তারের মাধ্যমে তাঁদের নির্বাচনী পরিকল্পনাকে ভেস্তে দিয়ে আপকে ধ্বংস করাই ছিল মূল উদ্দেশ্য।

Related posts

Leave a Comment