ভোটের আগে ফের দলবদল৷ বিজেপিতে যোগ দিলেন বারাকপুরের যুব তৃণমূল নেতা প্রিয়াংশু পান্ডে৷
প্রিয়াংশুর স্ত্রী জ্যোতি পান্ডে ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর৷ তিনিও স্বামীর সঙ্গে বিজেপিতে যোগ দিলেন৷
এলাকায় পূজারী হিসেবে প্রিয়াংশুর বাবা ধনুষধারী পান্ডের যথেষ্ট সুনাম রয়েছে৷ সম্প্রতি ভোটের প্রচারে প্রিয়াংশুদের বাডি়তে গিয়েছিলেন অর্জুন৷ তৃণমূল নেতার বাড়িতে বিজেপি প্রার্থীর আগমন ঘিরে তখনই দলবদলের চর্চা শুরু হয়েছিল স্থানীয় রাজনৈতিক মহলে৷
অর্জুন বলেছিলেন, যুদ্ধে চাণক্যের প্রয়োজন আছে৷ ছোট ভাই প্রিয়াংশুকে সঙ্গে নেব৷
সস্ত্রীক প্রিয়াংশু বিজেপিতে যোগ দেওয়ার পর অর্জুনের দাবি, অপেক্ষা করুন৷ আরও অনেকে ভোটের আগে বিজেপিতে যোগ দেবেন৷
যদিও প্রিয়াংশুর দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না শাসক শিবির৷ তৃণমূলের স্থানীয় নেতাদের বক্তব্য, প্রিয়াংশু নাম কাওয়াস্তে দলে থাকলেও উনি বরাবরই অর্জুনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন৷ ফলে এই দলবদলে বিশেষ কোনও প্রভাব পড়বে না৷
উনিশের লোকসভা ভোটে টিকিট না পেয়ে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন৷ ভোটে জেতার পর অবশ্য ফের তৃণমূলে ফেরেন৷ তবে এবারেও অর্জুনের ভাগ্যে টিকিট জোটেনি৷ পরিবর্তে তৃণমূল প্রার্থী করেছে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে৷ ফলে আবার ভোটের মুখেই গেরুয়া শিবিরে ফিরেছেন অর্জুন৷ বিজেপি তাঁকে প্রার্থীও করেছে৷ এবার প্রিয়াংশু যোগদান করায় বিজেপি কতটা লাভবান হবে তা সময়ই বলবে৷
previous post
next post