দিলীপ কুমার কীর্তনীয়া
সকাল বেলায় ঘনিয়ে এলো
কালো মেঘের মেলা!
ওমা, রাখাল ছেলে কোথায় গেল
করছে না তো খেলা?
“”””””””””””
পশ্চিমা মেঘ ডরায় খুব-ই
আড়াল থেকে দেখি!
দমবন্ধ এক হাওয়া’র সাথে
পাষাণ বৃষ্টি একি??
“””””””””””””
মন খারাপ এক বর্ষা মাথায়
উথাল মনে ঢেউ!
হাওয়া মেখে বৃষ্টি মাথায়
হটাৎ হারায় কেউ!!
“”””””””””
নীরব সাক্ষী গাছগুলো সব
মাথা নত করে!
দাঁড়িয়ে কেমন বৃষ্টি মাখে
ভেস্তে যাওয়া ভোরে!!
