April 7, 2025
বিদেশ

ভূমিকম্প পীড়িত মানুষের পাশে রোনাল্ডো

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল। এখনও চলছে উদ্ধার কাজ। ভূমিকম্প পীড়িত মানুষের পাশে দাঁড়ালেন রোনাল্ডো

ইস্তানবুল: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবারও ভূমিকম্পের কারণে তুরস্কবাসীর পাশে এসে দাঁড়ালেন। এর আগেও তিনি বহুবার মানুষের বিপদে সহযোগিতা করেছেন। এই পর্তুগিজ তারকা একসময় জুভেন্তাসে থাকতেন। সেসময়ম তিনি মেরি ডেমিরালের সঙ্গে নিয়মিত খেলতেন। সিআরসেভেন তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের কথা জানার পরই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। এজন্য তাঁর প্রাক্তন সতীর্থের সাথে যোগাযোগ করেন।

এপ্রসঙ্গে ডেমিরাল ট্যুইট করে জানিয়েছেন, রোনাল্ডোর সাথে তার কথা হয়েছে। তুরস্কের এই ভূমিকম্পের কথা জানতে পেরে রোনাল্ডো গভীর শোকপ্রকাশ করেছেন। আমরা তার সই করা জার্সি নিলামে তুলতে চলেছি। সেই জার্সির নিলাম থেকে সংগ্ৰহ করা সমস্ত অর্থই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ব্যবহার করা হবে। ভূমিকম্পের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তুরস্কের গোলরক্ষক আহমেদ ইউপ তুরকাসলানের। কিন্তু বুধবার তার ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার হয়। এই খবরটি নিশ্চিত করেছে তুরস্কের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ইলেনি মালাতইয়াসপর।

অন্যদিকে এই ভূমিকম্পের ধ্বংসস্তূপের ভিতর থেকে জীবিত অবস্থায় উদ্ধার হন ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসু। উল্লেখ্য, তুরস্কে এখনও পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে জাতি সংঘ জানিয়েছে, এই বিপর্যয়ে নিহতের সম্পূর্ণ সংখ্যা এখনও স্পষ্ট নয়।

Related posts

Leave a Comment