27 C
Kolkata
November 1, 2025
রাজ্য

ভূপতিনগর থানার পুলিশের বড় সাফল্য মূখ্যমন্ত্রী জেলা সফরে আসার আগেই বাজী ও বোমা তৈরীর মসলা উদ্ধার করল

পূর্ব মেদিনীপুর: মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেই বিপুল পরিমাণ অবৈধ বাজী ও বোমা তৈরির মশলা উদ্ধার করল ভূপতিনগর থানার পুলিশ। আনুমানিক ১৭ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও কয়েক বস্তা বোম তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ভগবানপুর বিধানসভা এলাকার মানিকজোড় গ্রাম থেকে এই বিপুল পরিমাণ বোম তৈরির মসলা ও সরঞ্জাম উদ্ধার হয়েছে। গ্রামের ধান জমির মধ্যে থাকা একটি স্যালো থেকে এই বাজী, বোম ও বোম তৈরীর সরঞ্জাম উদ্ধার হয়েছে। এইসব জিনিসপত্রের পাশাপাশি পুলিশ বেশ কয়েকটি অগ্নি নির্বাপন যন্ত্রও উদ্ধার করেছে । উদ্ধার হওয়া বারুদ থেকে কয়েক’শ বোম তৈরী হতে পারতো বলে আশঙ্কা করছে পুলিশ। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে এই বিপুল পরিমাণ বোম তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনা তাই তাৎপর্যপূর্ণ।

Related posts

Leave a Comment