সংবাদ কলকাতা, ৬ ডিসেম্বর: ভূপতিনগর ও পাঁশকুড়া বিস্ফোরণের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের। এই মামলায় NIA তদন্ত চেয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আইনজীবী অনিন্দসুন্দর দাস দ্রুত মামলার শুনানির আর্জি জানিয়েছেন।
প্রসঙ্গত, এই দুই বিস্ফোরণের ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ার সহ চার জন প্রাণ হারিয়েছেন। প্রশ্ন, এই দুর্ঘটনায় ফরেনসিক টিম ঘটনাস্থলে কেন পৌঁছায়নি? ঘটনার তদন্ত প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা নিয়েই এই আবেদন আদালতে। এমত অবস্থায় জরুরি মামলার অনুমতি চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারী। সেই আবেদনে সাড়া দিয়ে জরুরি মামলার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
উল্লেখ্য, গত সপ্তাহে একটি বিস্ফোরণ ঘটে পাঁশকুড়া থানার সামনে। সেই বিস্ফোরণে প্রাণ হারান একজন সিভিক ভলান্টিয়ার। ৩ ডিসেম্বর শনিবার কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। তার আগের দিন ভূপতিনগরে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। সেই ঘটনায় প্রাণ হারান তিনজন। এই দুই ঘটনার যোগসূত্রের আশঙ্কা করছে বিরোধী দল বিজেপি। ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনার এনআইএ তদন্ত চেয়ে কেন্দ্রকে চিঠি দেন। এরপর এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। সেই আবেদনে অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।