24 C
Kolkata
December 26, 2024
রাজ্য

ভিন রাজ্যে হেনস্থার শিকার বাঙালিরা, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগ জানালেন অধীর

বাংলাদেশে হিন্দুদের ওপর মৌলবাদীদের আক্রমণের প্রতিক্রিয়া ভারতের বিভিন্ন রাজ্যে। বাংলাদেশী সন্দেহে হেনস্থার শিকার হচ্ছেন এরাজ্যের পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

বাংলাদেশি সন্দেহে ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি। বাংলাদেশ আবহে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। দেশে বাংলাদেশি জঙ্গিদের অনুপ্রবেশের ঘটনায় ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ, অসম সহ বিভিন্ন রাজ্য থেকে জঙ্গি সন্দেহে একাধিক ব্যক্তি ধরা পড়ছেন। এই আবহে দেশের বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি।
দিল্লি পুলিশ ইতিমধ্যেই বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ১৭৫ জনকে আটক করেছে। তাঁদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। অধীর বলেছেন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদহ, বীরভূমের মতো একাধিক রাজ্য থেকে ভিন্ন রাজ্যে যাওয়া বহু শ্রমিক এখন আতঙ্কে রয়েছেন। শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশি অনুপ্রবেশকারী খুঁজতে গিয়ে দিল্লি সহ দেশের একাধিক রাজ্যে বাঙালিদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন অধীর। ভিন রাজ্যে কর্মসূত্রে রয়েছেন একাধিক বাঙালি। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে একাধিক স্কুল ও কলেজে বাংলাভাষী অনেক পড়ুয়া পড়াশোনা করেন। তাঁদের সঙ্গে খারাপ ব্যবহারও করা হচ্ছে বলে দাবি করেছেন অধীর চৌধুরি। স্কুল বা কলেজে ক্লাসের অন্য পড়ুয়াদের সঙ্গে তাঁদের আলাদা করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে এই বিষয়টি উল্লেখ করেছেন কংগ্রেস নেতা। পাশাপাশি তিনি চিঠিতে লেখেন, অভিযানের নামে বাংলাভাষী পড়ুয়াদের পরিবারের খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি বাংলাভাষী পড়ুয়া ও তাঁদের পরিবারকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এই কারণে দেশব্যাপী বাঙালিদের একাংশ সমস্যায় পড়েছেন। অধীর দাবি করেন, বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করতে গিয়ে বাঙালি পরিবারগুলিকে টার্গেট করা হচ্ছে। এই বিষয়ে যাতে কেন্দ্রের তরফে পদক্ষেপ করা হয় সেই আর্জি জানিয়েছেন তিনি।

Related posts

Leave a Comment