25 C
Kolkata
November 2, 2025
রাজ্য

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বাংলার এক যুবকের

সংবাদ কলকাতা: সংসারের হাল ধরতে ভিন রাজ্যে কাজে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বাংলার এক যুবকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একমাস আগে সংসারের হাল ধরতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল দেউলার সরাচি এলাকার বছর ১৭-এর যুবক রোহিত গাজী। রোহিত পড়াশোনায় বরাবরই মেধাবী ছিল। কিন্তু সংসারের হাল ধরতে উড়িষ্যার ভুবনেশ্বরে বুক বান্ডিংয়ের কাজে যায় সে। শুক্রবার রাতে কাজ শেষ করার পর ইলেকট্রিক তারে জামা শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। এই খবর এলাকায় পৌঁছনোর পর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।

এ বিষয়ে রোহিতের বাবা রমজান গাজী বলেন, ছেলে বরাবরই মেধাবী ছিল। কিন্তু আমাদেরকে না বলে সংসারের হাল ধরার জন্য ১০-১২ জন বন্ধু মিলে উড়িষ্যাতে কাজে যায়। সব কিছু ঠিক ছিল। কিন্তু গতকালকের দুর্ঘটনার খবর বাড়িতে আসতেই আমার সব শেষ হয়ে গেল। কিভাবে এই দুর্ঘটনা ঘটল বুঝে উঠতে পারছিনা। আমার দুই ছেলের মধ্যে এক ছেলে মারা গেল। আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ল। পরিবার দিশাহারা হয়ে গেল।

Related posts

Leave a Comment