28 C
Kolkata
August 3, 2025
কলকাতা

ভিক্টোরিয়া কলেজের সামনে চলন্ত গাড়িতে আগুন, চাঞ্চল্য ছড়ায় এলাকায়

সংবাদ কলকাতা, ২৮ নভেম্বর: সোমবার রাজাবাজারে আচমকা চলন্ত গাড়িতে লাগল আগুন। রাস্তার উপর দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। দমকল এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রাজাবাজার থেকে শ্যামবাজারের দিকে যাচ্ছিল গাড়িটি। হঠাৎ ওই গাড়িতে আগুন লেগে যায়। আগুন লাগার সময় গাড়িতে এক ব্যক্তি ছিলেন। তবে তিনি কোনও মতে গাড়ি থেকে বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। যদিও গাড়িটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

তবে কীভাবে গাড়িতে আগুন লাগল সে ব্যাপারে কিছু জানা যায়নি। দমকল ও পুলিস গাড়িতে আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment