নিজস্ব সংবাদদাতা, আসানসোল: ভালোবেসে বিয়ে করে শ্বশুরবাড়ির দরজায় ধরনায় বসলেন বাড়ির বউমা। ঘটনাটি ঘটেছে আসানসোলের মুরালি পুকুর অঞ্চলে। বিবাহিতা মহিলার নাম সুস্মিতা দাস। স্বামীর নাম অনিমেষ দাস। এক বছর আগের সুস্মিতাকে অনিমেষ ভালোবাসা করে বিয়ে করে বাড়ির অমতে। বিয়ের পর থেকে তাঁরা বাড়ি ভাড়া করে সংসার পেতেছিলেন। কিন্তু, হঠাৎ সেই সংসারে ঘটে ছন্দপতন।
এই ব্যতিক্রমী ঘটনা ঘটে আজ সকালে। অনিমেষ দাস কাজের নাম করে তাঁর ভাড়া বাড়িতে বউকে রেখে নিজের বাড়িতে চলে যান। আজ সকালে সুস্মিতা তাঁর শ্বশুরবাড়িতে গেলে স্বামী অনিমেষ দাস, শ্বশুর অমল দাস এবং শাশুড়ি তাঁকে বাড়ির বউ পরিচিয় দিতে অস্বীকার করেন বলে অভিযোগ।
সুস্মিতা তাঁর শ্বশুর-শাশুড়িকে জানায়, অনিমেষ তাঁকে বিয়ে করেছে। তাঁরা মুরালি পুকুরে ভাড়া বাড়িতে এক বছর সংসার করেছে। সুস্মিতার কথায়, স্বামী অনিমেষ দাস তাঁকে বউ হিসেবে অস্বীকার করেন। শ্বশুর-শাশুড়ি তাঁকে বাড়ি থেকে বার করে দিলে সঙ্গে গোপাল ঠাকুর নিয়ে বাড়ির দরজায় ধরনায় বসে যান।
এই ঘটনা ঘিরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা এলাকায় জড়ো হয়ে যান। ঘটনার খবর দেওয়া হয়েছে প্রশাসনকে।