সংকল্প দে, সংবাদ কলকাতা: ইউক্রেন এখন গোলাবারুদের গন্ধে ভরে গেছে। গোটা দেশে টাটকা অক্সিজেন পাওয়া দুষ্কর। প্রতিটা মুহূর্তে বেঁচে থাকা মুশকিল ইউক্রেনবাসীদের কাছে। রুশ বিমান যখন তখন হামলা চালাচ্ছে গোটা দেশের বিভিন্ন প্রান্তে। এরকম যুদ্ধক্ষেত্রে বিয়ের ফুল ফুটল। ৩১ বছর এর তরুণী সৈনিক এভারেল্ড বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাঁর সহযোদ্ধা তরুণ এভাজনির সাথে।
যুদ্ধ শুরু হওয়ার আগে ওই তরুণী একজন সাধারণ নাগরিক ছিলেন। তবে যুদ্ধ শুরু হওয়ার পরে তিনি নিজেকে দেশের সেবায় নিয়োজিত করেছেন। ফেব্রুয়ারি মাসের পর থেকে তাঁর রাত কাটে সেনা ছাউনিতে। প্রতিটা মুহূর্ত বেঁচে থাকা মুশকিল। এরকম পরিস্থিতিতে তাঁর সঙ্গে আলাপ হয় সহযোদ্ধা তরুণ এভাজনের। আলাপ পরিচয় বাড়ে। দুজনের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়। যুদ্ধক্ষেত্রেও ভালোবাসার ফুল ফুটল। গত ১৪ই অক্টোবর তাঁরা এক অরণ্যে নিজেদের বিবাহ সেরে নিয়েছেন। বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউক্রেনের বিভিন্ন সেনা আধিকারিকরা। যেকোনও সময় তাঁদের জীবনের সূর্য অস্তমিত হতে পারে। তবে কুছ পরোয়া নেহি। ভালোবাসা যে সবচেয়ে দুর্লভ জিনিস। মৃত্যু তাকে পরাজিত করতে পারে না।
