ওয়াশিংটন: চুরি যাওয়া প্রাচীন ও দুর্লভ শিল্প সামগ্রী ভারতে ফেরাচ্ছে আমেরিকা। সেগুলি বিভিন্ন সময়ে ভারত থেকেই আন্তর্জাতিক চোরাকারবারিদের হাত ধরে যুক্তরাষ্ট্রে পাচার হয়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। এরকমই বেশ কিছু শতাব্দী প্রাচীন শিল্পদ্রব্য ফেরত পাঠাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি রোনাল্ড রেগন সেন্টারের এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন। মোদী জানিয়েছেন, এই দুর্লভ সামগ্রী ফেরত পাঠানোর সিদ্ধান্তে আমি ভীষণ খুশি। এজন্য মার্কিন সরকারকে কৃতজ্ঞতা জানাই। তিনি আরও বলেন, এই চুরি যাওয়া সামগ্রীগুলি ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত ২০২২ সালে ৩০৭টি দুর্লভ সামগ্রী ভারতকে ফিরিয়ে দিয়েছিল আমেরিকা। যে সামগ্রীগুলির বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ মার্কিন ডলার।
previous post
