বেলগাভির অধিবেশন অর্ধসমাপ্ত রেখেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর কারণে চলে আসতে হয়েছিল কংগ্রেস নেতাদের। কিন্তু তাঁরা আম্বেদকরের অপমানের প্রতিবাদে বদ্ধপরিকর, সেটা আরও একবার সামনে এলো।
আম্বেদকরকে সামনে রেখে ও সংবিধান রক্ষার জন্য শুক্রবার থেকে কর্মসূচি শুরু করে দিয়েছে কংগ্রেস। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান যাত্রা।’ দেশের বিভিন্ন প্রান্তে এই মিছিল করে সেখানে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়িয়ে বিজেপির বিরুদ্ধে জনমত গঠনের চেষ্টা করবে কংগ্রেস নেতারা।
previous post