ওয়াশিংটন: দু’বছর পর ভারতে স্থায়ী রাষ্ট্রদূত হিসেবে শপথ নিলেন এরিক গার্সেটি। শুক্রবার শপথ বাক্য পাঠ করান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস । সেই অনুষ্ঠানে গার্সেটির পরিবারও উপস্থিত ছিলেন। অতীতে গার্সেটি লস অ্যাঞ্জেলসের মেয়র ছিলেন। তিনি নতুন এই দায়িত্ব পেয়ে খুব খুশি। এদিন আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত তরনজিৎ সিং সান্ধু গার্সেটির সঙ্গে দেখা করেন।
প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত ২০২১ সালের জুলাই মাসে এই পদের জন্য গার্সেটিকে মনোনীত করেন। তবে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে সেই প্রস্তাব অনুমোদন পেতে প্রায় দুই বছর লেগে যায়। অবশেষে ভোটাভুটিতে জয় লাভ করেন গার্সেটি। তাঁর সমর্থনে ৫২টি ভোট পড়ে। বিপক্ষে ভোট পড়ে ৪২টি।
next post