November 1, 2025
দেশ

ভারতীয় নৌসেনাদের আরব সাগরে ফের রুদ্ধশ্বাস অভিযান

ভারতীয় নৌসেনা আরব সাগরে ফের বীরত্বের পরিচয় দিল। তারা উদ্ধার করল ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে জলদস্যুদের কবল থেকে একটি মাছধরার ভেসেল। সূত্রের খবর ,সেই সঙ্গে ভেসেলে থাকা ২৩জন পাক নাগরিককেও উদ্ধার করা হয়েছে। ২৮ মার্চ সমুদ্রে ভারতীয় এলাকায় টহল দেওয়ার সময় নৌসেনার ২টি জাহাজ ওই ভেসেল থেকে ডিস্ট্রেস কল পেয়ে সেদিকে রওনা দেয়। এরপর নৌসেনারা দীর্ঘক্ষণ অভিযান চালায় এবং জলদস্যুদের আত্মসমর্পণে বাধ্য করে।

Related posts

Leave a Comment