ওয়াশিংটন: ভারতকে গুরুত্বপূর্ণ সহযোগী বলে উল্লেখ করল আমেরিকা। সামনেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ওয়াশিংটন সফর। ঠিক তার আগে বাইডেন প্রশাসনের এক শীর্ষ আধিকারিকের এই মন্তব্য যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, দিনক্ষণ উল্লেখ না করলেও দোভাল আগামী সপ্তাহেই ওয়াশিংটন সফরে যেতে পারেন বলে সূত্রের খবর। আন্তর্জাতিক মহলের মতে দুই রাষ্ট্রের কাছেই দোভালের সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত বৃহস্পতিবার মার্কিন বিদেশ মন্ত্রকের সহকারী মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘বাণিজ্য, নিরাপত্তা, প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে ভারত আমেরিকার অন্যতম অংশীদার। বর্তমানে এর বেশি আর কিছু বলতে চাই না। তবে এটুকু বলেত পারি যে দুই রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
previous post
next post