30 C
Kolkata
August 3, 2025
জেলা

ভাতারের বলগোনায় গাড়ির ধাক্কায় মৃত এক ব্যক্তি , এলাকায় শোকের ছায়া

পুর্ব বর্ধমান, ২৭ জুলাই: পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনায় বর্ধমান-কাটোয়া রাস্তার উপর এক ব্যক্তি রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মারা গেলেন এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম আশিস চৌধুরী, বয়স ৫৬ বছর। ওই ব্যক্তি বলগোনা গ্রামের বাসিন্দা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। প্রথমে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নিয়ে যায় ভাতার ব্লক হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

এরপর, পুলিশ মৃতদেহ উদ্ধার করে বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ভাতার থানার পুলিশ জানিয়েছে গাড়ির খোঁজে তল্লাশি চলছে।

Related posts

Leave a Comment