18 C
Kolkata
December 24, 2024
দেশ

ভাঙ্গড়ে আবাস যোজনার ঘরের সার্ভেকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত এলাকা, ঘটনাস্থলে পুলিশ

ঘটনাটি ঘটেছে ভাঙ্গড়ের উত্তর কাশিপুর থানার চক মরিচা এলাকায়। ঘটনার সূত্রে জানা যায় ওই এলাকায় আজ আবাস যোজনার ঘরের সার্ভে করছিল সরকারি আধিকারিকরা আর সেই আবাস যোজনার ঘরের সার্ভে কে কেন্দ্র করে ISF ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয় ঘটনায় এক আই এস এফ কর্মী আহত হয় এবং তৃণমূলের বেশ কয়েকজন আহত হয় বলে অভিযোগ তৃণমূলের।

আইএসএফ এর অভিযোগ তৃণমূল নেতাও কর্মীদের নামে আবাস যোজনার ঘরের নামের লিস্ট এবং যাদের পাকা বাড়ি আছে তাদের নামে ঘর এসেছে। আর গরিব মানুষের নামে কোন ঘরের নামের লিস্ট আসেনি। এরই প্রতিবাদ করতে গেলে আইএসএফ কর্মীদের মারধর করে বলে অভিযোগ। ঘটনায় আহত হয় এক আইএসএফ কর্মী নাম আবেদুল মোল্লা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আইএসএফের।

Related posts

Leave a Comment