বিশেষ সংবাদদাতা, ভাঙড়: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও তার রেশ এখনও রয়েছে। ভাঙড় আছে ভাঙড়েই। কার্যত এখনও ভারতে স্তুপের উপর দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। কয়েক সপ্তাহের ব্যবধানে ভাঙড়ের কাশিপুর এলাকা থেকে উদ্ধার হচ্ছে তাজা বোমা। মঙ্গলবার আবারও ভাঙড়ে বোমা উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গড়ের কাশিপুর থানার সোনপুর বাবুজান পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মাঠ থেকে কাজ করে বাড়ি ফেরার সময় বেশ কয়েকজন এলাকাবাসী জঙ্গলে বস্তা দেখতে পায়। কৌতুহলবশত বস্তাটি কিভাবে এই জঙ্গলে এসছে, তা অনুসন্ধান করতে গিয়ে গ্রামবাসীরা দেখতে পায়, বস্তার মধ্যে রয়েছে তাজা বোমা। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় কাশিপুর থানাতে। ঘটনাস্থলে এসে পৌঁছায় কাশিপুর থানার পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে কাশিপুর থানার পুলিশ। তবে পুলিশ সূত্রে জানা যায়, ওই বস্তার মধ্যে পাঁচটি তাজা বোমা রয়েছে। তা ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে।
তবে কে বা কারা ঐ বোমাগুলি ওখানে রেখেছে, তা তদন্ত করছে কাশিপুর থানার পুলিশ। স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনের আগে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
previous post