November 3, 2025
সাহিত্য

ভাগাভাগি

অরবিন্দ সরকার
বহরমপুর, মুর্শিদাবাদ

দ্বিজাতি তত্ত্বে বিভক্ত বলে ইতিহাস,
ক্ষমতার দ্বন্দ্বে চুক্তি দেশে সর্বনাশ,
রক্তারক্তি স্বাধীনতা হারিয়ে বিশ্বাস,
সাম্প্রদায়িক শক্তির উন্মত্ত উল্লাস।

পাকিস্তান ইসলামী ভারতে সম্প্রীতি,
ধর্ম নিরপেক্ষ খেলা আবার বজ্জাতি,
ভাগেরও ভাগাভাগি নাশ যশ খ্যাতি,
উদ্বাস্তু সেই তিমিরে নেই অব্যাহতি।

স্বাধীনতা সবার না ভোগে এক জাতি,
ধর্ষিতা মা বাস্তু ছেড়ে ফেরে রাতারাতি,
সীমানা লোক দেখানো স্বপ্ন আত্মঘাতী,
ভারতে ভোট ব্যবসা তোষন প্রবৃত্তি।

আবার নৃশংস খেলা সংখ্যালঘু তাস,
একই দেশে আইন ভিন্ন পরিহাস।

Related posts

Leave a Comment