সংকল্প দে, ২৬ অক্টোবর: ভাইফোঁটা মানে কবজি ডুবিয়ে রসনা তৃপ্তি করা। তবে ভাইফোঁটার বাজারে সবজি, মাছ, মাংসের দাম অগ্নিমূল্য। মাছ, মাংসে হাত দিলে রীতিমতো ছেঁকা খেতে হচ্ছে। সবজির দামও ক্রমশই ঊর্ধ্বমুখী। আলু কেজি প্রতি মূল্য ৩০ টাকা। ১ কেজি পেয়াজের দাম ৪০ টাকা। শাক সবজি, ফুলকপি, বাঁধাকপির দামও বর্ধিত।
কলকাতার বাজারে এক কেজি ইলিশ মাছের দাম ১০০০ থেকে ১৫০০ টাকা। খাসির মাংসের দাম ৭৫০ থেকে ৮০০ টাকা। কেবলমাত্র মুরগির মাংসের দাম হাতের নাগালে রয়েছে। পাবদা, বাগদা সহ অন্যান্য মাছের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। বাজার করতে পকেট খালি হয়ে যাচ্ছে মধ্যবিত্তর।
