সংবাদ কলকাতা: ভর সন্ধ্যা বেলায় একের পর এক গুলি। ঝাঁঝরা হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার দুর্গাবাটি এলাকার তৃণমূল বুথ সভাপতি সাধন মন্ডলের দেহ। তাঁর বয়স ৩৪ বছর। তিনি পেশায় একজন দিনমজুর।
এদিন সন্ধ্যায় সাধনবাবু যখন চায়ের দোকানে বসেছিলেন তখন হঠাৎ ৭ থেকে ৮ জনের এক দুষ্কৃতী দল বাইকে করে সেখানে আসে। তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। তারা হঠাৎ এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। মোট পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। আতঙ্কিত ক্রেতারা তখন দোকান থেকে পালিয়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিষ্ণুপুর থানার পুলিশ। তারা ঘটনার তদন্ত শুরু করেছে। সামনেই দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। তার মধ্যে এই ঘটনা ঘটায় যথেষ্ঠ চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
দলের অঞ্চল সভাপতি পিন্টু সর্দারের বলেন, ‘‘রাজনৈতিক শত্রুতার কারণে এই করা হয়েছে বলে অনুমান করছি।’’ যদিও নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ করেননি তাঁরা।
previous post