23 C
Kolkata
December 23, 2024
টিভি-ও-সিনেমা রাজ্য

ভরদুপুরে প্রেমিক সুহত্রের কাঁধে চড়ে প্রেম করছেন দিতিপ্রিয়া

সুভাষ পাল, সংবাদ কলকাতা: শুনশান ফাঁকা রাস্তা। তার দুই পাশে গায়ে গায়ে সাজানো বাড়িঘর। অর্থাৎ একপ্রকার পাড়ার রাস্তা। সেই রাস্তা দিয়ে এক সুন্দরী যুবতীকে কাঁধে নিয়ে হেঁটে চলেছেন ছোটপর্দার অভিনেতা সুহত্র মুখোপাধ্যায়। মেয়েটিও বিষয়টি হাসিমুখে মেনে নিয়ে তাঁর কাঁধে চড়ে আছেন। সবার কৌতূহল সুহত্রর কাঁধে ওই সুন্দরী মেয়েটি কে?

রাস্তার দুপাশের বাড়ির ব্যালকনি এবং জানালা থেকে ইতিউতি আনাগোনা। কাছে আসতেই বিষয়টি স্পষ্ট হল। সুহত্রর কাঁধে আর কেউ নন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ওরফে রাণী রাসমণি। টেলিপর্দার ‘রাণী রাসমণি’র ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে সেই ছবি পোস্ট করা হয়েছে। ক্যাপশানে লিখেছেন, ‘এখন এটা অফিসিয়াল। সঙ্গে থাকুন!’

কিন্ত, দিতিপ্রিয়াকে সুহত্র খামাকা কেন কাঁধে নিয়ে ছুটে চলেছেন? এটা কি কোনও অভিনয়ের দৃশ্য? নাকি তাঁদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। দিতিপ্রিয়াও সংবাদ মাধ্যমে এবিষয়ে কিছু খুলে বলেননি। তবে নেটিজেনরা কিন্তু থামার নন। তাঁরা রহস্যের কিনারায় পৌঁছাতে চাইছেন।

উত্তর যাই হোক, সম্প্রতি হইচই-এর একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন সুহত্র ও দিতিপ্রিয়া। এই ওয়েব সিরিজটির নাম ‘ডাকঘর’। এখানে প্রেমের সম্পর্কে জড়াবে এই জুটি। একটি গ্রাম্য মেয়ের ভূমিকায় অভিনয় করবেন দিতিপ্রিয়া। আর এই গ্রামের প্রাক্তন পোস্ট মাস্টার বাবার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে শহর থেকে গ্রামে আসবেন সুহত্র। সেখানেই দুজনের আলাপ হবে। এভাবে এগিয়ে যাবে গল্পটি।

Related posts

Leave a Comment