19 C
Kolkata
December 23, 2024
কলকাতা

ভবানীপুর সুইমিং ক্লাবে আগুন নিয়ন্ত্রণে দমকল মন্ত্রী

সংবাদ কলকাতা: শতবর্ষ পুরনো ভবানীপুর সুইমিং ক্লাবে বিধ্বংসী আগুন। শনিবার রাত ১০টা নাগাদ এই আগুন লাগে। খবর পেয়ে ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।

এই ক্লাবে সুইমিং পুলের পাশাপাশি রয়েছে জিমও। এছাড়া ইন্ডোর গেমের ব্যবস্থা আছে। টেবিল টেনিস থেকে শুরু করে ব্যডমিন্টন ও বিভিন্ন খেলার একাধিক ঘর রয়েছে এখানে। ঘরগুলি মূলত কাঠ ও টিনের পাটাতন দিয়ে তৈরি ছিল। সেগুলো পুড়ে গিয়েছে বলে খবর।

দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, কাঠের ঘর হওয়াতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

রাতেই ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু৷ তিনি বলেন, ‘‘আমরা ১০.১৫ নাগাদ আগুনের খবর পাই৷ দ্রুততার সঙ্গে দমকলের কর্মীরা এসে উপস্থিত হন৷ তাঁরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করেন৷’’

Related posts

Leave a Comment