সংবাদ কলকাতা : দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস পক্ষ থেকে একটি বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করা হয়েছিল আজ সোমবার ভবানীপুরের যদুবাবু বাজারের মোড়ে। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, আশুতোষ চ্যাটার্জি সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকেরা।
এই বিক্ষোভের মূলত দাবি আর বিষয় হল –
- অন্যরাজ্যের ভাড়াটে খুনিদের গল্পকথা কাগজে পড়তো মানুষ, এখন সংবাদ মাধ্যমে রাজ্যের ভাড়াটে খুনিদের খবর শিরোনামে।
- নির্বাচিত জনপ্রতিনিধিরাই রাজ্যে সুরক্ষিত নয়, জয়নগর এবং আমডাঙ্গা তার জ্বলন্ত উদাহরন।
পুলিশ লক-আপ এ মৃত্যুর সংবাদ এখন প্রায় খবরের শিরোনাম হচ্ছে। গ্লফগ্রীন,নরেন্দ্রপুরের পর এবার আমাহাস্ট্রীট। পুলিশের ফোনে ডাক পেয়ে থানায় গেল,মৃতদেহ হয়ে বেরোলো।
বোমা,গুলি ,পিস্তল এখন কুঠীর শিল্পে পরিনত হয়েছে। গোটা বাংলা
এমনকি রাজ্যের কয়েকটি জেলায় বোমা তৈরীর কারখানাও পাওয়া গেছে, সেই কারখানায় বিস্ফোরনে বহু মানুষও মৃত্যূর ঘটনা ঘটেছে।
নারী নির্যাতন,অগ্নি সংযোগ,বোমা নিক্ষেপ,গুলি চালনার ঘটনা নিত্যনৈমত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এই যদি রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা হয়, তাহলে সর্বদা দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস প্রতিবাদ চালিয়ে যাবে।