28 C
Kolkata
April 5, 2025
সাহিত্য

ভগবানের মৃত্যু

দীননাথ চক্রবর্তী

আমি সাধক নই সত্য
আমার অনেক টাকা নেই তাও সত্য
রুক্ষ চুলে উকুন
হাতে পায়ে খড়ি ওঠে চুলকালে
নিয়ম করে মন্দিরে যাইনা
ঈশ্বর কি বুঝিনা
এসব সত্য
অস্বীকার করিনা কিছুই ।

তবু জানোনা
বাঁচার একটা কুঁড়েও ছিল
সেখানে একটা কুলুঙ্গি
একটা বিশ্বাস
ভগবান
রক্তমাংসের
হাসপাতাল নার্সিংহোম
সেতো মন্দির
ছুটে যাই ।

আমার ভেতরে তখন
আলতা পায়ের পদধ্বনি
কপালে বড় লাল টিপ
এক গাল হাসি
কোল জুড়ে মায়ের স্পর্শ
কচি কচি দুটো হাত
আদু আদু কথা ।

আজ ভগবানটা মরে গেল
কাঁচের পুতুলের মতো
ভাঙা বিশ্বাসের টুকরোতে টুকরোতে।

বিস্কুটের বাক্সে এখন
আমার ভারতবর্ষ ।

Related posts

Leave a Comment