27 C
Kolkata
August 1, 2025
কলকাতা

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ঢাকা থেকে কলকাতায় আসা একটি বিমান

কলকাতা: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ঢাকা থেকে কলকাতায় একটি বিমান। মাটিতে ঘষা খেল বিমানের নিচের অংশ। জানা গিয়েছে, গত ২ জানুয়ারি ওই বিমানটি ঢাকা থেকে কলকাতায় আসে। এদিন বিকেল পাঁচটা নাগাদ অবতরণ করে। এরপর সেটিকে পার্কিং-এ নিয়ে চেকিং ও সাফাই করার সময় বিষয়টি নজরে আসে। জ্বালানি ভরার স্থানে বড় ধরণের ঘর্ষণের দাগ লক্ষ্য করা যায়।

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই বেসরকারি বিমান সংস্থার কর্মীদের মধ্যে। কারণ, মাটিতে ঘষা লাগার ফলে বড় কোনও দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। পাইলটের সতর্কতার কারণে সেই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছে প্লেনটি। যদিও এই যাত্রায় কোনও যাত্রীর আঘাত লাগেনি।

এদিকে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে সংশ্লিষ্ট বিমান সংস্থাটির পক্ষ থেকেও। মাটিতে ব্যাপকভাবে ঘষে গিয়েছে। সেজন্য বিমানটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেটি মেরামত করা হচ্ছে।

জানা গিয়েছে, বিমানের পরিভাষায় এটাকে বলা হয় ‘টেল স্ট্রাইক’। প্রেস বিজ্ঞপ্তিতে ওই বেসরকারি এয়ারলাইন্স সংস্থা জানিয়েছে, অবতরণের সময় টেল স্ট্রাইক করেছিল বিমানটি।

Related posts

Leave a Comment