21 C
Kolkata
December 24, 2024
Featured

বড়দিনে বারাসত জেলা বিজেপি-র পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ির ৯৯ তম জন্মদিন পালন

সংবাদ কলকাতা: ২৫ শে ডিসেম্বর ছিল ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির ৯৯ তম জন্ম বার্ষিকী। এদিন বারাসাত জেলায় স্বর্গীয় ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ির স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন বিজেপি-র জাতীয় কার্যকারিণী সদস্য, তথা রাজ্য কোর কমিটির সদস্য ডঃ অনির্বাণ গাঙ্গুলী, বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক রজত চ্যাটার্জী ও জেলা সভাপতি তাপস মিত্র। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ির জন্মদিন পালনের পাশাপাশি জেলা বিজেপি-র পক্ষ থেকে বারাসত স্টেশনের গরিব মানুষজনকে পায়েস বিতরণ করা হয়।

Related posts

Leave a Comment