সংবাদ কলকাতা: বড়দিন ও নববর্ষ উপলক্ষে পার্ক স্ট্রিট সহ কলকাতার একাধিক এলাকা সেজে উঠেছে। গভীর রাত অবধি চলবে বড়দিনের উৎসব। সেকথা মাথায় রেখে ২৫ শে ডিসেম্বর, রবিবার রাতে বাড়ানো হয়েছে ট্রেনের সময়সীমা। অর্থাৎ গভীর রাত পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
স্বাভাবিক নিয়মে রবিবার ছুটির দিন মেট্রো চলাচল একটু দেরিতে শুরু হয়। এমনকি ট্রেনের সংখ্যাও কম থাকে। এবার বড়দিন রবিবার পড়লেও একটু আগেই প্রথম মেট্রো পরিষেবা চালু হবে। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, রবিবার সকাল ৭টা ৫০ মিনিট থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫০ মিনিটে। এদিন ৮ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা।
উল্লেখ্য, সাধারণত রবিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর লাইনে আপ–ডাউন মিলিয়ে ১৩০টি মেট্রো যাতায়াত করে। বড়দিন উপলক্ষে চলবে মোট ২০৪টি মেট্রো।
previous post