নতুন দিল্লি, ১১ মে: সম্প্রতি ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিল এক নাবালিকা কুস্তিগীর। এবার সেই নাবালিকা কুস্তিগীর অভিযুক্তের বিরুদ্ধে বয়ান রেকর্ড করল। আজ ম্যাজিস্ট্রেটের সামনে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তা মামলার বয়ান রেকর্ড করে সে।
প্রসঙ্গত ভারতীয় কুস্তি খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে ব্রিজভূষণের গ্রেপ্তারির দাবিতে আন্দোলন করছেন। এমনকি দিল্লির যন্তরমন্তরে অবস্থান বিক্ষোভেও সামিল হন তাঁরা। তাঁর বিরুদ্ধে একাধিক মহিলা কুস্তিগিরকে যৌন হেনস্থার অভিযোগ ছিল। তাঁদের অভিযোগ, এতসব ঘটনার পরেও ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ।
