সংবাদ কলকাতা: সাম্বা-ঝড়ে উড়ে গেল দক্ষিণ কোরিয়া। তাঁদের ডিফেন্স যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তবে দক্ষিণ কোরিয়ার হয়ে একটি গোল করেন পাইক সেউং-হো। ডিফ্লেকশন হয়ে নেটে গিয়ে জড়ায় তাঁর শট।
অন্যদিকে চোট সারিয়ে দলে ফিরেই কাতার বিশ্বকাপের প্রথম গোল পেলেন নেইমার। আর এই গোলের হাত ধরেই ৪-১ গোলে কোরিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তিতের ব্রাজিল। পেনাল্টি থেকে গোল করে নেইমার।
ব্রাজিলের হয়ে প্রি কোয়ার্টারের গোলদাতারা হলেন ভিনিসিয়াস জুনিয়ার, নেইমার, রিচারলিসন, লুকাস পাকুয়েত্তা৷
আগামী শুক্রবার রাত সাড়ে আটটায় ফের খেলবে ব্রাজিল৷ প্রতিপক্ষ ক্রোয়েশিয়া৷
previous post