সংবাদ কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে আবারও ব্যালট বাক্স জলে ফেলার নিদান দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বাঁকুড়ার বড়জোড়া হাইস্কুল ময়দানে রাজ্য সরকারের সন্ত্রাস, দুর্নীতি ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় যোগ দেন তিনি।
এই সভায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সহ অন্যান্য নেতৃত্বরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তৃণমূলের বাইক বাহিনী যদি ভোট লুঠ করতে আসে, তবে ব্যালট বাক্স জলে ফেলে দিন। তিনি আরও বলেন এই জেলায় যে সব বিধায়ক ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা আছেন, তাঁরা দাঁড়িয়ে থেকে নমিনেশন করাবেন। ভোটের আগে বিরোধী দলনেতার এহেন বক্তব্য কর্মী সমর্থকদের মনে কিছুটা বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
পাশাপাশি, সৌমিত্র খাঁ বক্তব্য রাখতে গিয়ে বড়জোড়ার বিডিওকে হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে শুভেন্দুদাকে বলে বিডিও-র বিরুদ্ধে ইডি, সিবিআই লাগিয়ে দেব। তাঁর এই বক্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে শাসক-বিরোধী শিবিরে।
previous post