মালদা: ২২৫০২ ডাউন ব্যাঙ্গালোর স্পেশাল সুপার ফাস্ট ট্রেনে আগুন। মালদা টাউন স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার পরপরই বি-১ শীততাপ নিয়ন্ত্রিত কোচে আগুন দেখতে পান রেল কর্মীরা। এরপর জরুরি ব্রেক কষে ট্রেন থামান চালক। ফলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেন যাত্রীরা।
জানা গিয়েছে, সেই ট্রেনটি গৌহাটি থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। এক যাত্রী জানান, ট্রেনটা হয়তো কলকাতা পর্যন্ত যাবে। এ বিষয়ে যাত্রীরা বলেন, আমরা ট্রেনে বসে রয়েছি। এমন সময় ট্রেনটি স্টেশন থেকে ছাড়ার পরে হঠাৎ থেমে যায়। প্রায় দেড় থেকে দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। অনেক সমস্যায় পড়তে হয়। পরে জানতে পারি, ট্রেনের কোনও এক জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। পরবর্তীতে ট্রেনে কোচ চেঞ্জ করে দেওয়া হয়। ঘটনাটি ঘটে শনিবার রাত প্রায় সাড়ে নটা নাগাদ বলে জানা গিয়েছে। যাত্রীদের কোনও কিছু না হলেও, সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এমনটা জানিয়েছেন যাত্রীরা। তাঁরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন।
previous post