মুম্বই, ৪ জুলাই: বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘন ও লেনদেনের জন্য গতকাল ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন আনিল আম্বানি। সেখানে তাঁর বয়ান রেকর্ডও করা হয়। এবার একই অভিযোগে ইডি দপ্তরে তলব করা হয় অনিলের স্ত্রী টিনা অম্বানিকে। আজ তিনি ইডি দপ্তরে হাজিরা দিলেন।
জানা গিয়েছে, গতকাল সকাল ১০টা নাগাদ ইডি-র দপ্তরে হাজিরা দেন অনিল আম্বানি। তাঁকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। ফেমার আওতায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বিদেশি মুদ্রা ব্যবহারের নিয়ম ভঙ্গ করলে এই আইন প্রয়োগ করা হয়। সূত্রের খবর, আম্বানির সংস্থায় বিনিয়োগের সময়ে ফেমার ধারা লঙ্ঘন করা হয়েছে বলেই অভিযোগ।
তবে এই বিষয়ে আম্বানির পরিবার এবং ইডি কেউই মুখ খোলেনি।
previous post